প্রজাতন্ত্র দিবস ও নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষে মর্ডান ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচি

আগরতলা, ২৪ জানুয়ারি : নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী মর্ডান ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সহ একাধিক সামাজিক অনুষ্ঠান।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার মর্ডান ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হয় এক রক্তদান শিবির। স্থানীয় যুবক-যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়।

পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় নবনির্মিত ক্লাবগৃহ, জিম ও পাঠাগারের। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, প্রসেনজিৎ লোধসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোটা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মর্ডান ক্লাবের সভাপতি সজল চক্রবর্তী।

Leave a Reply