কৈলাসহরে দুই গোষ্ঠী বিরোধ, মারাত্মক ভাবে আক্রান্ত ও জখম মন্ডল সভাপতি, আগুন, পুলিশের লাঠিচার্জ, শূন্যে গুলি, পরিস্থিতি উত্তপ্ত

কৈলাসহর, ২৩ জানুয়ারি : সরস্বতী পূজার বিকেলে উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র। কাতাল দীঘিরপার এলাকায় হঠাৎ করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা রণক্ষেত্রের রূপ নেয়। ওই ঘটনায় আক্রান্ত হন ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ। পাশাপাশি ভাঙচুর করা হয় যুব মোর্চার জেলা সভাপতি অরূপ ধরের বাড়ি। কাতাল দীঘিরপারে অবস্থিত শাসকদলের অঘোষিত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালায় ও লাঠিচার্জ করে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর, মহকুমা আধিকারিক রাহুল এ, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার-সহ বিশাল পুলিশ বাহিনী, এসআরপি ও কেন্দ্রীয় বাহিনী।

বর্তমানে গোটা এলাকা থমথমে পরিস্থিতির মধ্যে রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

ঘটনার বিষয়ে ভারতীয় জনতা পার্টির কৈলাসহর মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ জানান, কাতাল দীঘিরপার এলাকায় প্রায় ১৬ জন মুসলিম সম্প্রদায়ের যুবকরা দা, লাঠি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরী করছে। পাশেই চলছে সরস্বতী পূজা। তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে তাঁদের উপর এলোপাতাড়ি আক্রমণ করে ওই যুবকরা। তাতেই পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করে। তাঁর দাবি, বাংলাদেশের ভয়ংকর পরিবেশ তৈরী করতে চাইছেন দুষ্কৃতকারীরা। তার বিরুদ্ধে একত্রে লড়াই করতে হবে।

পরিস্থিতি সম্পর্কে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক রাহুল এ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের তরফ থেকে ভূমিকা পালন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Reply