বসন্ত পঞ্চমীতে বিদ্যার আরাধনায় মুখ্যমন্ত্রী 

আগরতলা, ২৩ জানুয়ারি: আজ পবিত্র বসন্ত পঞ্চমী তিথিতে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা আগরতলার একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এদিন শিশু বিহার স্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোয় উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী দেবীর আরাধনায় অংশ নেন। তিনি প্রার্থনা করেন, মা সরস্বতী যেন সকলকে জ্ঞান, বিদ্যা ও বুদ্ধির আলোয় আলোকিত করেন এবং মানবিকতা ও নৈতিক মূল্যবোধে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আই জি এম হাসপাতাল-এ আয়োজিত সরস্বতী পুজোতেও সামিল হন। সেখানে শিক্ষক, চিকিৎসক, পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মিলিতভাবে বিদ্যা ও জ্ঞানের দেবীর আরাধনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক মাধ্যমে জানান, বসন্ত পঞ্চমীর এই পবিত্র দিনে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও নৈতিকতার বীজ বপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সংস্কৃতির এই মিলনই একটি উন্নত ও মানবিক সমাজ গঠনের মূল চাবিকাঠি বলে তিনি মত প্রকাশ করেন।

Leave a Reply