প্রবীর শীল হত্যাকাণ্ডে গ্রেপ্তার আরো তিন

আগরতলা, ২২ জানুয়ারি: ডেলিভারি কর্মী প্রবীর সেন হত্যাকাণ্ডে আরো তিনজনকে জালে তুললো পুলিশ। তাদের তুফানিয়া লুঙ্গা এলাকা থেকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের সোপর্দ করা হয়েছে। এই মামলায় আরো তিন জনকে এর আগেই গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদেই আরো তিনজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই ঘটনায় নিহত প্রবীর শীলের বাবা মোট চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে তিনজনকে আগে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে আরও তিনজনকে আটক করা হয়েছে গতকাল। তাদেরকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও তথ্য বের করে আনা হবে বলে পুলিশ সূত্রে খবর রয়েছে।

উল্লেখ্য, নিহত প্রবীর শীল বামুটিয়া বিধানসভা এলাকার নোয়াগাঁও এলাকার বাসিন্দা এবং পেশায় ডেলিভারি বয় ছিলেন। প্রবীর শীলকে হত্যার ঘটনা জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্ত্রের দাবি জানিয়েছেন প্রবীরের পরিজনেরা।

Leave a Reply