সিপিএমের ৩৫ বছরের শাসন রাজ্যকে বিকাশে ব্যর্থ করেছে: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২১ জানুয়ারি: সিপিএমের ৩৫ বছরের শাসন রাজ্যকে বিকাশে ব্যর্থ করেছে। পূর্ণরাজ্য দিবসে এমনটাই বললেন মন্ত্রী রতন লাল নাথ।

মন্ত্রী আরও বলেন, সরকারের প্রকৃত কাজের ছবি দেখা যায় বাজেট বরাদ্দের মাধ্যমে, যা পূর্বে দৃশ্যমান ছিল না। একটি রাজ্যের উন্নয়ন তার বাজেট বরাদ্দ এবং পরিমাণে স্পষ্টভাবে প্রতিফলিত হয়। বর্তমান পরিস্থিতি পূর্ণ রাজ্য দিবসের প্রেক্ষাপটে এটির একটি বাস্তব উদাহরণ।

রতন লাল নাথ আরও উল্লেখ করেছেন ১৯৬৩ ও ১৯৬৪ সালে ত্রিপুরার প্রথম বাজেট ছিল মাত্র ৯.৪৭ কোটি টাকা, যেখানে জনসংখ্যা ছিল ১১ লক্ষ ৪২ হাজার। ১৯৭২-৭৩ সালে বাজেট দাঁড়িয়েছিল ৪৩ কোটি ৬০ লাখ টাকায়, জনসংখ্যা ১৫ লাখ। আর ২০২৫-২৬ সালের বাজেট হয়েছে ৩২,৪২৩ কোটি ৫৪ লাখ টাকা।

মন্ত্রী বলেন ৩৫ বছরে সিপিএমের শাসনে জনগণের উন্নয়নে খরচ হয়েছে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, কিন্তু আমাদের সরকারের আট বছরে বাজেট পৌঁছেছে ১ লাখ ৮৭ হাজার কোটি টাকায়। বাজেটের এই বিশাল বৃদ্ধি প্রমাণ করে যে সিপিএমের দৃষ্টিভঙ্গি সীমিত ছিল।

তিনি আরও উল্লেখ করেন, নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, ত্রিপুরা কয়েকটি ক্ষেত্রে শীর্ষে রয়েছে। গোয়া তিনটি ক্ষেত্রে, ত্রিপুরা দুটি ক্ষেত্রে, কেরালা দুটি ক্ষেত্রে, গুজরাত দুটি ক্ষেত্রে, এবং অন্যান্য রাজ্য এক বা একাধিক ক্ষেত্রে শীর্ষে। ত্রিপুরা ‘স্থায়ী উৎপাদন ও ব্যবহার নিশ্চিতকরণ’ এবং ‘জমি ও বাস্তুতন্ত্রে জীবন’ এ ৯৫/১০০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে। এছাড়াও দারিদ্র্য নিবারণ, ক্ষুধা নির্মূল, স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা, পরিষ্কার জল ও স্যানিটেশন, সবুজ শক্তি, অর্থনৈতিক বৃদ্ধি ও শ্রমের সুযোগ, বৈষম্য হ্রাস এবং শান্তি ও ন্যায়ের ক্ষেত্রে রাজ্য নেতৃত্ব দিচ্ছে। মন্ত্রী বলেন, এই অর্জনগুলো আমাদের পূর্ণ রাজ্য দিবসের উপলক্ষে আমাদের প্রতিশ্রুতিকে প্রমাণ করে—ত্রিপুরার উন্নয়ন ও সমৃদ্ধির পথে আমাদের অটুট মনোভাব।

Leave a Reply