বিএমসি নির্বাচনে বিজয়ে বিজেপি-শিন্ডে জোটের তীব্র আক্রমণ, উদ্ধব ঠাকরের মন্তব্যের প্রতিক্রিয়া দেবেন্দ্র ফড়ণবীশের

মুম্বই, ১৮ জানুয়ারি: মহারাষ্ট্রের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র নির্বাচনে বড় জয় হাসিল করেছে বিজেপি নেতৃত্বাধীন শিন্ডে-ফড়ণবীশ জোট। নির্বাচনের ফল প্রকাশের পর ‘ঠাকরে সাম্রাজ্যের’ হাতে থাকা মুম্বইয়ের পুরসভার ক্ষমতা চলে এসেছে শিন্ডে-ফড়ণবীশ জোটের হাতে। তবে, হারের পরও উদ্ধব ঠাকরে দাবি করেন, তাঁর দল এখনও মুম্বইয়ের মেয়র পদ দখল করতে পারে।
উদ্ধব ঠাকরের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। তিনি বলেন, ‘‘দেবা বলতে উনি আসলে কাকে বোঝাতে চেয়েছেন? আমাকে? কারণ আমাকেও তো দেবা ভাউ বলা হয়’’। ফড়ণবীশ তাঁর নাম ‘দেবেন্দ্র’ বা ‘দেবা’ টেনে উদ্ধবের মন্তব্যকে ব্যঙ্গাত্মক ভাবে ব্যাখ্যা করেছেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আরও জানান, বিএমসি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শাসক জোট সম্মিলিতভাবে নেবে। তিনি বলেন, ‘‘কে মেয়র হবে, কবে মেয়র নির্বাচন হবে, কোথায় সিদ্ধান্ত নেওয়া হবে এবং কত বছরের জন্য—এই সব সিদ্ধান্ত আমি, একনাথ শিন্ডে এবং আমাদের দলের নেতৃত্ব একসঙ্গেই নেব। এতে কোনও মতভেদ নেই।’’
বিএমসি নির্বাচনের ফল প্রকাশের পর, প্রথম দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎকারে উদ্ধব ঠাকরে “ঈশ্বর চাইলে” মন্তব্যটি করেছিলেন, যা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। সেই সময় ঠাকরে বিজেপি এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-কে নিশানা করে মুম্বইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘‘ওরা বিশ্বাসঘাতকতার মাধ্যমে, মুম্বইকে বন্ধক রেখে জয় পেয়েছে। এই পাপ মারাঠি মানুষ কখনও ক্ষমা করবে না।’’
ঠাকরে আরও বলেন, ‘‘রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি’’ এবং রাজ্যযন্ত্রের অপব্যবহার নিয়ে অভিযোগ তোলেন। ভোটগ্রহণের দিন অনিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘বিজেপির শক্তি কেবল কাগজে আছে, রাস্তায় নয়।’’ ঠাকরে আরও দাবি করেন, বিরোধী প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং তাদের প্রলোভন দেখানো হয়েছিল।
এই মন্তব্যের পর, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে এবং রাজ্যের শাসক জোট এবং বিরোধী দলগুলির মধ্যে তর্ক-বিতর্ক অব্যাহত রয়েছে।

Leave a Reply