আগরতলা, ১৩ জানুয়ারি: গত ২৪ ঘণ্টার মধ্যে একই জাতীয় সড়কে ফের ভয়াবহ যানদুর্ঘটনার সংগঠিত হল। সোমবার গভীর রাতে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন হাসপাতাল চৌমুহনী এলাকায় জাতীয় সড়কে দুইটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় একটি বিলাসবহুল গাড়ির চালকসহ একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন আগন্তুক রায়, জয় দেবনাথসহ আরও কয়েকজন। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটির সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে স্থানীয় মানুষজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টার মধ্যে এই একই সড়কে এটি তৃতীয় দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিও উঠেছে।

