নয়াদিল্লি, ১৩ জানুয়ারী : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার মনসা শহরে এক জনসভায় বলেন, আগামী বছরের শেষে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি একই সঙ্গে ২৬৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও সূচনা করেন।
অমিত শাহ বলেন, সরকার ২০৪৭ সালের মধ্যে প্রতিটি ক্ষেত্রে ভারতের বৈশ্বিক নেতৃত্ব নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সোমনাথ মন্দিরকে দেশের সত্তা ও আত্মসম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করে বলেন, “সোমনাথ স্বাভিমান পর্ব সারাবছর উদযাপন করা হবে, যাতে এই মন্দিরের সহস্রাব্দী ঐতিহ্য এবং আত্মসম্মানের বার্তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়।”
মন্ত্রী আরও জানান, আহমেদাবাদ একটি নতুন বৈশ্বিক ক্রীড়া কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে এবং শহরে ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি স্থানীয় খেলোয়াড়দের মনসার নতুন ক্রীড়া কমপ্লেক্সের সুবিধা নেওয়ার জন্য উৎসাহিত করেন।
অন্য একটি অনুষ্ঠানে অমিত শাহ গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারের বিএসএল-৪ বায়োকন্টেইনমেন্ট সুবিধা উদ্বোধনের পর বলেন, “ভারতে জৈবপ্রযুক্তি ক্ষেত্রে অভূতপূর্ব বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০১৪ সালে দেশের বায়ো অর্থনীতি ছিল ১০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৪ সালের শেষ নাগাদ বেড়ে ১৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।”
মন্ত্রী আরও যোগ করেন, এই প্রবৃদ্ধি ভারতের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছে এবং আগামী দিনে দেশের অর্থনীতির শক্তিশালী ভিত্তি স্থাপন করবে।

