আগরতলা, ১২ জানুয়ারি: রাজ্যের উন্নয়ন তখনই সম্ভব যখন সকলের অংশগ্রহণ নিশ্চিত করা হয়। একতাবদ্ধভাবে কাজ করা ছাড়া সবার জন্য সার্বিক উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ আজ খোয়াই জেলায় সনখলা বাজারে প্রাথমিক গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা বলেন।
মন্ত্রী বলেন রাজ্যের উন্নয়নের মূল ভিত্তি হলো কৃষি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্র ও রাজ্য সরকার একত্রে কৃষিকে শক্তিশালী করতে কাজ করছেন। ২০১৮ সালের আগে, আগের সরকার সাত বছরে ৭১টি কৃষি বাজার তৈরি করেছিল এবং ব্যয় করেছিল ২০.৬০ কোটি টাকা। আমাদের বর্তমান সরকারের সাত বছরে ২০১৮ থেকে ২০৪টি কৃষি বাজার স্থাপন করা হয়েছে এবং ব্যয় হয়েছে ৪৬১.৮৩ কোটি টাকা। খোয়াই জেলায় ২০১৮ সালের আগে ৮টি কৃষি বাজারের জন্য মাত্র ২ কোটি টাকা ব্যয় করা হয়েছে, আমরা আমাদের সরকারের সময়ে ৪৩ কোটি টাকা ব্যয় করেছি।
মন্ত্রী আরও জানান, কৃষি বাজার স্থাপনের ফলে চাষিরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মুল্য পাবেন। কৃষকদের সুবিধার্থে আমাদের কৃষি বাজারগুলোকে আরও শক্তিশালী করতে হবে। বর্তমানে রাজ্যে ৫৫৪টি কৃষি বাজার রয়েছে, যার মধ্যে ২১টি রেগুলেটেড বাজার, ৬৩টি পাইকারী বাজার এবং ৪৭০টি গ্রামীণ বাজার। খোয়াই জেলায় নতুন ছয়টি প্রকল্প অনুমোদন হয়েছে বাইজালবাড়ি, দক্ষিণ সিংহীচেরা, চম্পাহওয়ার, কল্যাণপুর, হাওয়াইবাড়ি এবং চাকমাঘাট। আমরা প্রতিটি অঞ্চলে বাজার স্থাপন করব। সবার অংশগ্রহণ ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের উন্নয়নের জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, কার্যনির্বাহী সদস্য সুহেল দেববর্মা, ভাইস চেয়ারম্যান সুরজিৎ দেববর্মা, সমাজকর্মী আলেন্দ্র দেববর্মা ও সুকেশ দেববর্মা, অধিকর্তা ফণি ভূষণ জামাটিয়া প্রমুখ।।

