ধর্মনগরে পুলিশের ঝটিকা অভিযান: পূর্ব বাজারের অবৈধ মদের ঠেক থেকে বিপুল পরিমাণ মদসহ আটক মূল পান্ডা সন্তোষ দত্ত

ধর্মনগর, ১২ জানুয়ারি: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার ‘নেশা-মুক্ত ত্রিপুরা’ গড়ার আহ্বানকে সামনে রেখে এবার কড়া পদক্ষেপ নিল ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর পূর্ব বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ মদের এক ঠেক থেকে বিপুল পরিমাণ বিলাতি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় মূল পান্ডা হিসেবে চিহ্নিত সন্তোষ দত্তকে।

দীর্ঘদিন ধরেই উত্তর জেলার ধর্মনগর পূর্ব বাজার সংলগ্ন শনি মন্দির এলাকার আশপাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ মদের ঠেক নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জমছিল। অভিযোগ ছিল, প্রকাশ্যে ভেজাল ও বিলাতি মদের রমরমা কারবার চললেও রহস্যজনক কারণে প্রশাসনের তৎপরতা চোখে পড়েনি। ফলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছিল—এটি কি পুলিশের ব্যর্থতা, নাকি জেনেও না দেখার ভান?

অবশেষে জন অভিযোগ ও ক্ষোভের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মিনা দেববর্মার নির্দেশে পরিচালিত এই অভিযানে সন্তোষ দত্তের দোকানে তল্লাশি চালিয়ে মদের মজুত উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর একাংশের দাবি, এককালীন অভিযান নয়, নেশার বিরুদ্ধে নিয়মিত নজরদারিই সবচেয়ে বেশি প্রয়োজন। মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল করতে হলে মাঠপর্যায়ের পুলিশকর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে কিছু অসাধু পুলিশ কর্মীর গাফিলতিতে যেন নেশাকারবারিরা ছাড় না পায়, সে বিষয়ে কড়া নজরদারির দাবি উঠেছে।

বর্তমানে আটক সন্তোষ দত্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। নেশার বিরুদ্ধে পুলিশের এই অভিযান আগামীদিনেও অব্যাহত থাকে কি না, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Leave a Reply