আগরতলা, ১১ জানুয়ারি : কৃষ্ণনগর এলাকা থেকে সংঘটিত চুরির ঘটনার দ্রুত কিনারা করল পশ্চিম থানার পুলিশ। চুরি যাওয়া মোট ৭ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে ৬ লক্ষ ৮০ হাজার টাকা, একটি ঘড়ি সহ অমল অধিকারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত অমল অধিকারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ ও চুরি যাওয়া সামগ্রী।
এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিশনাল এসপি ধ্রুব নাথ জানান, ঘটনার তদন্তে নেমে পুলিশ গুরুত্বপূর্ণ সূত্র হাতে পায়। তার ভিত্তিতেই দ্রুত অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, বাকি অর্থ উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এই সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।

