আগরতলা, ১১ জানুয়ারি: খেলাধুলা, যোগা ও সংস্কৃতিই মাদকের সবচেয়ে বড় প্রতিষেধক। খেলাধুলা শুধুমাত্র শরীরচর্চা নয়, এটি জীবনের এক গভীর দর্শন। মোহনপুর মণ্ডল কর্তৃক আয়োজিত অটল কাপ সিজন–২ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।পাশাপাশি তিনি রাজ্যকে মাদকমুক্ত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিকে স্মরণ করতেই এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তাঁর কথায়, খেলাধুলা কেবল শরীর গঠনের মাধ্যম নয়, এটি একটি জীবনদর্শন। অনেকেই মনে করেন রোগ না থাকলেই মানুষ সুস্থ, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যে ব্যক্তি শারীরিক, মানসিক, সামাজিক ও আর্থিকভাবে সুস্থ—তিনিই প্রকৃত অর্থে সুস্থ। খেলাধুলার সঙ্গে যুক্ত থাকলে মানুষ নিজেকে সুস্থ ও সুশৃঙ্খল রাখতে পারে।
তিনি আরও বলেন, বর্তমানে ত্রিপুরায় মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, বিশুদ্ধ পানীয় জল, উন্নত স্বাস্থ্য পরিষেবা, খাদ্যের কোনো ঘাটতি নেই এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে। কিন্তু একটি বড় সমস্যা এখনও রয়ে গেছে—তা হলো মাদক।
মন্ত্রী বলেন এই মাদকাসক্তি থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো খেলাধুলা, সংগীত, নৃত্য, চিত্রকলা, সংস্কৃতি ও যোগাভ্যাস। বর্তমান রাজ্য সরকার এই দিকগুলির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সংস্কৃতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন আমরা যদি আমাদের নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে পারি, তবে মাদক আমাদের থেকে অনেক দূরে থাকবে। মাদক পাচারকারীরা সমাজ ধ্বংস করছে। তাদের থেকে দূরে থাকতে হবে এবং তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এই ধরনের অপরাধে আদালত থেকেও জামিন মিলবে না।
তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, ত্রিপুরার যুবকরা অত্যন্ত প্রতিভাবান এবং তাদের অবশ্যই খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যকলাপে যুক্ত থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উদ্ধৃত করে মন্ত্রী বলেন আমাদের আধুনিক হতে হবে, তবে কখনও আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে গেলে চলবে না।
শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। তিনি বলেন , দীর্ঘ ৩৫ বছর সিপিআই(এম) রাজ্য শাসন করলেও রাজ্যের যথাযথ উন্নয়ন হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, আজ আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মাদক এবং এর থেকে দূরে থাকাই রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষার একমাত্র পথ।
2026-01-11

