২৪ ও ৪৮ ঘণ্টায় ডেলিভারির প্রতিশ্রুতি: ইন্ডিয়া পোস্টে চালু ‘স্পিড পোস্ট ২৪’ ও ‘স্পিড পোস্ট ৪৮’

নয়াদিল্লি, ১১ জানুয়ারি: কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ইন্ডিয়া পোস্টের দুটি নতুন পরিষেবা— স্পিড পোস্ট ২৪ এবং স্পিড পোস্ট ৪৮—এর ঘোষণা করেছেন। এই পরিষেবার মাধ্যমে যথাক্রমে ২৪ ঘণ্টা ও ৪৮ ঘণ্টার মধ্যে ডাক পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হবে। মধ্যপ্রদেশের শিবপুরি জেলার পিচোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়, যা ডাক পরিষেবার আধুনিকীকরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, স্পিড পোস্ট ২৪ ও স্পিড পোস্ট ৪৮ সময়ানুবর্তিতা, নির্ভরযোগ্যতা এবং দ্রুত ডেলিভারির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করবে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়িক ক্ষেত্র—উভয়ই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ২ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা পিচোর সাব-অফিসের উদ্বোধন করেন। পাশাপাশি ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে প্রস্তাবিত নতুন সাব-অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজনও সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মন্ত্রী জানান, টেলিযোগাযোগ বিভাগ (ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস) জাতীয় যোগাযোগ সুরক্ষা কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেশন সিকিউরিটি)-এর মাধ্যমে দেশীয় উৎপাদন ও পরীক্ষণ ক্ষমতা জোরদার করতে একগুচ্ছ রূপান্তরমূলক সংস্কার চালু করেছে। এই সংস্কারগুলি ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার লক্ষ্যকে আরও শক্তিশালী করবে বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply