দেশ গঠনে যুবসমাজই প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলার ক্ষেত্রে দেশের যুবসমাজই প্রধান চালিকাশক্তি। শুক্রবার সমাজমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ-এ দেশের তরুণদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, অসাধারণ উদ্যম ও অতুলনীয় উৎসাহে ভর করে দেশের যুবশক্তি জাতির অগ্রগতি ও উন্নয়নের পথে অবিচলভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

আগামী সোমবার নয়াদিল্লিতে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৬-এর সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি দেশজুড়ে তিন হাজারেরও বেশি তরুণ-তরুণীর সঙ্গে মতবিনিময় করবেন, যাদের মধ্যে আন্তর্জাতিক প্রতিনিধিরাও থাকবেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ ২০২৬-এর প্রবন্ধ সংকলনও প্রকাশ করবেন। এই সংকলনে দেশের উন্নয়নমূলক লক্ষ্য ও দীর্ঘমেয়াদি জাতি গঠনের ভাবনা নিয়ে তরুণদের নির্বাচিত প্রবন্ধ অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ তরুণদের জাতীয় নেতৃত্বের সঙ্গে যুক্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। রাজনীতির সঙ্গে কোনও দলীয় সম্পর্ক ছাড়াই এক লক্ষ তরুণকে রাজনীতিতে যুক্ত করার প্রধানমন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য তরুণদের ভাবনাকে বিকশিত দেশের রূপ দেওয়া।

২০২৬ সালের সংস্করণে বিভিন্ন স্তরে অংশ নিয়েছেন ৫০ লক্ষেরও বেশি তরুণ। প্রথম সংস্করণের সাফল্যের ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছে ডিজ়াইন ফর ভারত, টেক ফর বিকশিত ভারত – হ্যাক ফর আ সোশ্যাল কজ, সম্প্রসারিত বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক অংশগ্রহণ, যা এই উদ্যোগের প্রভাব আরও সুদৃঢ় করেছে।

Leave a Reply