দেশজুড়ে মাদকবিরোধী অভিযান শুরু ৩১ মার্চ থেকে, চলবে তিন বছর

নয়াদিল্লি, ১০ জানুয়ারি : আগামী ৩১ মার্চ থেকে দেশজুড়ে একটি সমন্বিত মাদকবিরোধী অভিযান শুরু হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অভিযান চলবে টানা তিন বছর এবং এর লক্ষ্য দেশকে সম্পূর্ণ মাদকমুক্ত করা। মঙ্গলবার নয়াদিল্লিতে নার্কো-সমন্বয় কেন্দ্র (এনকর্ড)-এর নবম শীর্ষস্তরের বৈঠকে সভাপতিত্ব করে এই ঘোষণা করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী লড়াইয়ে কেন্দ্র সরকারের সব দপ্তরকে ২০২৯ সাল পর্যন্ত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রস্তুত করতে হবে এবং তার বাস্তবায়নের জন্য সময়সীমাবদ্ধ পর্যালোচনা ব্যবস্থাও গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে দেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলেও তিনি জানান।

অমিত শাহ জোর দিয়ে বলেন, মাদকমুক্ত ভারত গড়তে হলে মাদকের সরবরাহ শৃঙ্খল ভাঙার জন্য সম্মিলিত ও কঠোর পদক্ষেপ নিতে হবে, পাশাপাশি চাহিদা কমানোর ক্ষেত্রেও কৌশলগত উদ্যোগ প্রয়োজন। তিনি স্পষ্ট করে জানান, যারা মাদক উৎপাদন বা বিক্রি করে, তাদের প্রতি সরকারের কোনও সহানুভূতি নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে দেশে এক কোটি ১১ লাখ কিলোগ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক মূল্য এক লাখ ৭১ হাজার কোটি টাকা। তিনি সব দপ্তরকে আগামী ৩১ মার্চের মধ্যে মাদক মোকাবিলায় নিজ নিজ রোডম্যাপ প্রস্তুত করার নির্দেশ দেন।

এছাড়াও, মাদকবিরোধী অভিযানে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন অমিত শাহ। তিনি সমস্ত রাজ্যের পুলিশ মহাপরিচালকদের রাজ্যস্তরে রোডম্যাপ তৈরি করার পাশাপাশি বাজেয়াপ্ত মাদক দ্রুত ও সঠিকভাবে ধ্বংস করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
______

Leave a Reply