বিজেপি ত্যাগ করে তিপরা মথায় যোগ ৯ জন নেতৃত্ব, সঙ্গে ৪১০০ ভোটারের সমর্থনের দাবি

আগরতলা, ৯ জানুয়ারি: মহারানী চেলাগাং এলাকা থেকে বিজেপি দল ত্যাগ করে মোট ৯ জন নেতৃত্ব তিপরা মথা দলে যোগদান করেছেন। নবাগত সদস্যদের দলে স্বাগত জানান মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, রাজেশ্বর দেববর্মা সহ তিপরা মথার অন্যান্য নেতৃত্বরা।
দলীয় সূত্রে জানা গেছে, তিপরা মথায় যোগদানকারীদের মধ্যে রয়েছেন মহারানী চেলাগাং এলাকা থেকে এডিসি নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা পুরেন্দ্র রিয়াং, পাশাপাশি বিজেপির প্রাক্তন নেতা দয়াল জমাতিয়া, নবরঞ্জন জমাতিয়া, দেবানন্দ জমাতিয়া সহ মোট ৯ জন নেতৃত্ব।

তিপরা মথা নেতৃত্বদের দাবি, নবাগত এই নেতৃত্বদের সঙ্গে প্রায় ৪১০০ জন ভোটারের সমর্থন রয়েছে, যা আসন্ন নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করবে বলে তারা আশাবাদী।

Leave a Reply