আগরতলা, ৮ জানুয়ারি: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার জন্মদিন উপলক্ষে আজ স্বাস্থ্য বিভাগীয় কর্মচারীবৃন্দের উদ্যোগে আগরতলার গভর্নমেন্ট নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, মানুষের জন্য কাজ করার যে মানসিকতা, এই ধরনের মানবিক কর্মসূচির মাধ্যমেই তা প্রতিফলিত হয়। যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেছেন, তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন মুখ্যমন্ত্রী এবং সমাজের সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র, প্রদেশ বিজেপির সহ-সভাপতি সুবল ভৌমিক-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিনের রক্তদান শিবিরে মোট ৫৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন। মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ।

