আগরতলা, ৬ জানুয়ারি: আগরতলা পুর নিগম-এ বিজেপি-র চার বছর পূর্তি উপলক্ষে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ পুর নিগমের ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, চার বছর আগে পুর নিগম এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন বর্তমান পুর পরিষদ। সেই চার বছরের কাজের বর্ষপূর্তি উপলক্ষে পুর নিগমের বিভিন্ন এলাকায় জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
মেয়র আরও বলেন, আগামী দিনেও পুর নিগম এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে পুর নিগমের সমস্ত কাউন্সিলর ও জনপ্রতিনিধিরা একসঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও জোরদার করার অঙ্গীকারও ব্যক্ত করেন

