ধর্মনগর, ৩১ ডিসেম্বর: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানায় স্ত্রী ও নাবালক সন্তান নিখোঁজ হওয়ার অভিযোগে এক ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী আনন্দ হোসেন (পিতা: আব্দুল মিয়া), তিনি সাকির বাজার সংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে দুর্গাপুর এলাকার বাসিন্দা আলিয়া বেগমের সঙ্গে ইসলামিক শরিয়ত মোতাবেক আনন্দ হোসেনের বিবাহ হয়। তাঁদের সংসারে বর্তমানে ২২ মাসের এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগকারীর দাবি, গত কয়েকদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ চলছিল।
এরই মধ্যে শনিবার সকালে আলিয়া বেগম নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরবর্তীতে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে শেষ পর্যন্ত কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আনন্দ হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একটি জিডি রুজু করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ মহিলা ও শিশুর সন্ধানে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও দ্রুত তাঁদের সন্ধান পাওয়ার জন্য পুলিশের সক্রিয় ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

