ধর্মনগর, ১৯ ডিসেম্বর: ধর্মনগর ৫৬ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মপুর মহাদেববাড়ি ২০ নম্বর ওয়ার্ডে শুক্রবার দুপুরে আচমকা উচ্ছেদ অভিযান চালাল ধর্মনগর পুর পরিষদ। বিশাল পুলিশবাহিনী, মহিলা পুলিশ, ডোজার ও পুর পরিষদের কর্মীদের উপস্থিতিতে খাস তথা সরকারি জমিতে দীর্ঘদিন বসবাসকারী ছ’টি পরিবারের বাড়ি ভেঙে দেওয়া হয়।
উচ্ছেদ হওয়া পরিবারগুলির দাবি, তারা প্রায় ১২ বছর ধরে ওই জমিতে বসবাস করে আসছেন। এমনকি বিদ্যুৎ সংযোগও ছিল তাদের। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সম্প্রতি তারা উত্তর জেলার বর্তমান জেলা শাসকের কাছে গেলে আশ্বাস দেওয়া হয়েছিল যে বাড়িঘর ভাঙা হবে না। কিন্তু কোনও আগাম নোটিশ বা লিখিত নির্দেশ ছাড়াই শুক্রবার তাদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসকের দপ্তরের দুই ডেপুটি কালেক্টর—জিনিয়াস দেববর্মা ও প্রশান্ত ভট্টাচার্য। তবে সাংবাদিকদের একাধিক প্রশ্ন সত্ত্বেও তাঁরা কোনও মন্তব্য করতে রাজি হননি।
উচ্ছেদ অভিযানের সময় হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী থাকল এলাকা। চোখের সামনে ভেঙে পড়ল নিজেদের আশ্রয়। কান্নায় ভেঙে পড়েন বহু মহিলা। ছ’মাসের অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে কোলে তিনদিনের শিশুকে নিয়ে বসে থাকা মায়েদের অসহায় চিত্র সামনে আসে।
উল্লেখ্য, এলাকায় সরকারের পক্ষ থেকে একটি শিলান্যাস ফলক রয়েছে, যেখানে ১০০ শয্যার মহিলা হোস্টেল নির্মাণের কথা উল্লেখ আছে। সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের আধিকারিক আবিদ হোসেন জানান, বারবার ওই এলাকায় এসে কাজ শুরু করার চেষ্টা করা হলেও সেখানে বসবাসকারীরা তাদের কাজে বাধা দিচ্ছিল। সেই কারণে বিষয়টি জানিয়ে ধর্মনগর মহকুমা শাসকের কাছে একটি পিটিশন জমা দেওয়া হয়। সেই আবেদনের ভিত্তিতেই আজ পুর পরিষদের পক্ষ থেকে উচ্ছেদ ও ভাঙার কাজ চালানো হয়েছে।

