আগরতলা, ১৮ ডিসেম্বর: ফের একবার জনজাতিদের ঐক্যের বাণী শোনালেন প্রদ্যোত কিশোর দেববর্মন। আগামী এডিসি নির্বাচনে এডিসি জয় করে লক্ষ্য থাকবে ২০২৮ এর নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রাসা মুখ্যমন্ত্রীকে বসানো হবে। আজ দক্ষিণ জেলার কোয়াইফাং থেকে জনজাতিদের এমনটাই প্রতিশ্রুতি দিলেন প্রদ্যোত।
আজ কোয়াইফাং – এ তিপ্রা মথা দলের এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান থেকে জনজাতিদের ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন প্রদ্যোত। তিনি বলেন, বিজেপি নেতারা জনজাতিদের পয়সা দিয়ে কিনতে চান। কিন্তু পয়সার দ্বারা জনজাতিদের বিক্রি করা যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, এবারে ২৮ এ ২৮ টি সিটে জয় করবে বিজেপি। কিন্তু এটি সম্ভব নয় বলেই দাবি প্রদ্যোতের। তাঁর কথায়, তিপ্রাসারাই এডিসি নির্বাচনে জয়ী হবে। শুধু এডিসি নয়, ২০২৮ এর বিধানসভা নির্বাচনেও মথা তিপ্রাসা মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসাবেন। এছাড়াও এদিন জনজাতিদের রোমান হরফ সহ তিপ্রাসাদের অধিকার নিয়ে সরব হওয়ার আহবান জানান।

