নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর:
ত্রিপুরার প্রতিভাবান ক্রিকেটার মনিশংকর মুড়াসিং-কে যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি টিটিএএডিসির কাছে অনুরোধ জানান, মনিশংকর মুরাসিং-কে কাউন্সিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে মনোনীত করা হোক এবং রাজ্যে ক্রিকেট খেলাটির প্রসারে তাঁকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হোক।
প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, “ আইপিএল খেলুক বা না খেলুক—মনিশংকর মুড়াসিং তাঁর পারফরম্যান্সের মাধ্যমে আমাদের সকলকে গর্বিত করেছেন। তাঁর অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, অনেক সময় আমরা নিজেদের ঘরের মধ্যেই থাকা হীরার মূল্য বুঝে উঠতে পারি না। মনিশংকর মুরাসিং-এর ক্ষেত্রেও তেমনটাই হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এদিন রাজ্যের ক্রীড়াপ্রতিভাদের গুরুত্ব দেওয়ার ওপর বিশেষ জোর দেন প্রদ্যোত। তাঁর মতে, স্থানীয় প্রতিভাদের উৎসাহিত করে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও মঞ্চ দিলে তারা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারবে। এই লক্ষ্যেই মনিশংকর মুড়াসিং-এর মতো প্রতিভাবান ক্রীড়াবিদদের সামনে এনে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

