বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের

আগরতলা, ১৭ ডিসেম্বর:বাইক নিয়ে রাস্তায় দ্রুতগতিত বেপরোয়াভাবে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। নিহতের নাম বাপ্পা সাহা ২৫। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে বিশালগড় থানাধীন মধ্যলক্ষ্মীবিল কন্যাপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত গতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই মাঝপথে তার মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অতিরিক্ত গতি ও বেপরোয়া বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply