কাঞ্চনপুরে গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা, সর্বস্ব লুট

আগরতলা, ১৭ ডিসেম্বর : কাঞ্চনপুর সাতনালা এলাকায় গুরুপদ বিশ্বাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল হানা দিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে। ওই ঘটনার গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাড়ির মালিক গুরুপদ বিশ্বাস স্বপরিবারে কৈলাসহরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে যান। গতকাল বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের দরজা ভাঙা এবং আলমারি ও লকারসহ ঘরের সমস্ত আসবাবপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। বাড়ির মালিকের অভিযোগ, ঘরে থাকা সমস্ত স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়েছে চোরের দল।

ঘটনার খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দোষীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply