ত্রিপুরা চা শিল্পের প্রসারে ‘রান ফর টি ২০২৫’—১৭ ডিসেম্বর দৌড় প্রতিযোগিতা ও ওপেন র‍্যালি

আগরতলা, ১৫ ডিসেম্বর: ত্রিপুরা চা শিল্পের সার্বিক উন্নয়ন এবং ‘ত্রিপুরার চা’-কে সর্বস্তরে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে, প্রতিবছরের ন্যায় এবছরও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ও ভারতীয় চা পর্ষদের সহায়তায় ‘রান ফর টি ২০২৫’ শীর্ষক এক দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৬টা ৩০ মিনিটে আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এই দৌড় প্রতিযোগিতার সূচনা হবে।

এই উপলক্ষে ছেলেদের ও মেয়েদের জন্য পৃথকভাবে ৩ কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুই শতাধিক ছেলে-মেয়ে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতায় উভয় ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫,০০০ টাকা, ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা নগদ অর্থসহ সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও আরও ১০ জন প্রতিযোগীকে ১,০০০ টাকা করে পুরস্কৃত করা হবে।
পাশাপাশি, ‘রান ফর টি ২০২৫’ উপলক্ষে একটি ওপেন র‍্যালিরও আয়োজন করা হয়েছে, যেখানে সমাজের বিভিন্ন স্তরের প্রায় ২,০০০ নাগরিক অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শিল্প দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ড. দীপক কুমার, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান, আইনজীবী সমীর রঞ্জন ঘোষ।
উক্ত অনুষ্ঠানগুলিকে সর্বোচ্চভাবে সফল করে তোলার লক্ষ্যে রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে এই সংবাদ পৌঁছে দিতে এবং অনুষ্ঠান কভারেজের জন্য সকল মিডিয়া প্রতিনিধিদের বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply