চুরি যাওয়া ৫টি বাইক ও বাইসাইকেল উদ্ধার, আটক ৪

আগরতলা, ১৫ ডিসেম্বর : পুলিশি অভিযানে চুরি যাওয়া ৫ টি বাইক ও একটি বাইসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। সাথে চার যুবককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর লেইক চৌমুহনী থেকে বাইক চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। তাছাড়াও গত কয়োকমাস ধরে লঙ্কামুড়া, রামনগর, জয়নগর সহ বিভিন্ন জায়গায় থেকে বাইক চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। পুলিশে অভিযানে নেমে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চোর চক্রের সাথে জড়িত আরও চারজনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ৫টি বাইক ও একটও বাই সাইকেল উদ্ধার করে। ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আজ আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ আধিকারিক।

ধৃতরা হলো রাজু শুক্ল দাস,প্রদীপ নমঃ,বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ।

Leave a Reply