মুঙ্গিয়াকামিতে ওয়াইটিএফ-এর বিক্ষোভ ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১৫ ডিসেম্বর : মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত উত্তর মহারানী এলাকায় তিপ্রা মথার যুব সংগঠন ওয়াইটিএফ-এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, পুলিশের অনুমোদন নিয়েই এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, পরিকল্পিতভাবেই বিক্ষোভ মিছিলটি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নবনির্মীয়মান বাড়ির দিকে অগ্রসর হয়। অভিযোগ, বিক্ষোভকারীদের একাংশ মিছিল চলাকালীন মন্ত্রীর বাড়ির চত্বরে প্রবেশ করে নির্মাণকাজ বন্ধ করার চেষ্টা চালায়। এর ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা এই ঘটনায় নির্মাণস্থলে কর্মরত শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তাঁরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। এর জেরে মন্ত্রীর বাড়ির নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, ওয়াইটিএফ সমর্থকদের পাল্টা অভিযোগ, চাকমাঘাট এলাকায় তিপ্রা মথার এক সমর্থক শংকর দেববর্মা বিজেপি কর্মীদের আক্রমণে আহত হন। ওই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ মিছিল আরও তীব্র আকার ধারণ করে বলে তাঁদের দাবি। পাশাপাশি, বিক্ষোভকারীদের বক্তব্য, মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পত্তি সংক্রান্ত অভিযোগকে সামনে রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়।

যদিও পুলিশের অনুমোদন নিয়েই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল, তবু প্রশ্ন উঠছে—অনুমতি থাকা সত্ত্বেও কীভাবে বিক্ষোভকারীরা মন্ত্রীর বাড়ির চত্বরে প্রবেশ করে এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করল। পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে এই ঘটনা ঘটায় প্রশাসনিক নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়েও জোর আলোচনা শুরু হয়েছে।

এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা ছড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রশাসন পরবর্তী সময়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Reply