নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর:
ত্রিপুরার রেল পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রেল মন্ত্রক। জিরানিয়া থেকে বোধজংনগর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের জন্য ‘ফাইনাল লোকেশন সার্ভে’ (চূড়ান্ত অবস্থান সমীক্ষা) চালানোর অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। প্রস্তাবিত এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৪ কিলোমিটার এবং সমীক্ষার আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪২ লক্ষ টাকা।
নতুন প্রস্তাবিত জিরানিয়া–বোধজংনগর রেললাইনটি ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থিত। এই অনুমোদন রাজ্যের রেল পরিকাঠামো মজবুত করা এবং শিল্প কার্যকলাপকে আরও গতিশীল করার পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
বোধজংনগর পশ্চিম ত্রিপুরা জেলার একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্র। এই অঞ্চলটি মূলত রাবার, বাঁশ ও খাদ্য প্রক্রিয়াকরণভিত্তিক শিল্পের জন্য পরিচিত। প্রস্তাবিত এই নতুন রেললাইন শিল্পজাত পণ্য পরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রেল করিডোর হিসেবে কাজ করবে। এর ফলে রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষের মতে, এই সমীক্ষা সম্পন্ন হলে পার্শ্ববর্তী জেলাগুলিতেও শিল্পোন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে। পাশাপাশি, রেল যোগাযোগের উন্নতি ঘটবে, ট্রেন চলাচল আরও সুগম হবে এবং স্থানীয় সরবরাহ ব্যবস্থা আরও মজবুত হবে।
ফাইনাল লোকেশন সার্ভের অংশ হিসেবে ভৌগোলিক বৈশিষ্ট্য, সম্ভাব্য সেতু নির্মাণ, মাটির গুণমানসহ বিভিন্ন কারিগরি দিক খতিয়ে দেখা হবে। সমীক্ষা শেষে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে রেল মন্ত্রকের কাছে জমা দেওয়া হবে। নতুন রেললাইন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই সমীক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাথমিক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

