আগরতলা, ১৪ ডিসেম্বর: তিপ্রা মথার বিধায়ক থেকে শুরু করে এমডিসিদের অর্থের প্রলোভন দেখিয়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে—এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি দাবি করেন, এই অভিযোগের পক্ষে তাঁর কাছে প্রমাণ রয়েছে, এমনকি রেকর্ডিংও আছে।
একটি ভিডিও বার্তায় প্রদ্যোত কিশোর দেববর্মণ বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির তরফে ২৮টি আসনেই জয়ের যে দাবি করা হচ্ছে, তা নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তাঁর কথায়, “পারলে বিজেপি ২৮টি আসনেই জিতে দেখাক।”
জনজাতি সংগঠনের শক্তি প্রসঙ্গেও বিজেপিকে এদিন একাধিক কটাক্ষ করেন তিপ্রা মথা সুপ্রিমো। তিনি বলেন, বিজেপির জনজাতি মোর্চার র্যালির তুলনায় তিপ্রা মথার ব্লক মিটিংগুলোতে অনেক বেশি জনজাতি মানুষের উপস্থিতি দেখা যায়। এই সভাগুলোর জন্য কোনো অর্থ খরচ করতে হয় না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, তিপ্রা মথার সমর্থকেরা নিজেদের পকেটের টাকা খরচ করেই ব্লক মিটিংয়ে যোগ দেন।
গতকালের বিজেপির জমায়েত নিয়ে বিস্ফোরক মন্তব্য করে প্রদ্যোত বলেন, অনেকেই সেই জমায়েত দেখে খুশি হয়েছেন। তবে বিজেপির রাজ্যস্তরীয় বৈঠকের তুলনায় তিপ্রা মথার একটি ব্লক মিটিংয়েই বেশি মানুষের উপস্থিতি হয়। বিজেপি নেতৃত্বরা যদি এই জমায়েতেই খুশি হন, তাহলে একদিন তিপ্রা মথার ব্লক মিটিংয়ে এসে তা স্বচক্ষে দেখার আহ্বান জানান তিনি।
এছাড়াও রোমান হরফে পরীক্ষা দেওয়ার বিষয়টি নিয়েও শাসক দলের বিরুদ্ধে সরব হন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর দাবি, জনজাতি ছাত্রছাত্রীদের রোমান হরফে পরীক্ষা দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিজেপির নেতাদের নেই। যতদিন না জনজাতিদের নিজস্ব স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, ততদিন জনজাতি ছাত্রছাত্রীদের বাংলায় পরীক্ষা দিতে বাধ্য করা যাবে না বলেও তিনি স্পষ্ট জানান।
পাশাপাশি, জনজাতি ছাত্রছাত্রীদের ইংরেজি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

