নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর :
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার রেল ভবনে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে রেল খাতে চলমান সংস্কার ও যাত্রী-কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের অগ্রগতি খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু।
পর্যালোচনা বৈঠকে রেলমন্ত্রী বন্দে ভারত ট্রেনগুলিতে স্থানীয় খাবার অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, ট্রেন চলাচলকারী অঞ্চলের সংস্কৃতি ও রন্ধনপ্রণালীর প্রতিফলন ঘটানো হলে যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। আধিকারিকদের ভবিষ্যতে ধাপে ধাপে এই সুবিধা সব ট্রেনে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও বৈঠকে রেলমন্ত্রী জানান, ভুয়ো পরিচয়ে টিকিট বুকিংয়ের বিরুদ্ধে ভারতীয় রেলের কড়া পদক্ষেপ ইতিমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে। আইআরসিটিসি প্ল্যাটফর্মে ভুয়ো অ্যাকাউন্ট শনাক্ত ও প্রতিরোধে কঠোর ব্যবহারকারী যাচাই ব্যবস্থা চালুর পর দৈনিক নতুন ইউজার আইডি তৈরির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংস্কারের আগে যেখানে প্রতিদিন প্রায় এক লক্ষ নতুন ইউজার আইডি তৈরি হত, সেখানে বর্তমানে আইআরসিটিসি ওয়েবসাইটে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার নতুন ইউজার আইডি তৈরি হচ্ছে।
এই পদক্ষেপের ফলে এখন পর্যন্ত ৩.০৩ কোটি ভুয়ো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপের কারণে আরও ২.৭ কোটি ইউজার আইডি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে অথবা স্থগিত করার প্রক্রিয়ায় রয়েছে।
বৈঠকে রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই আধিকারিকদের টিকিট বুকিং ব্যবস্থায় আরও সংস্কারের নির্দেশ দেন, যাতে যাচাইকৃত ও প্রকৃত ইউজার আইডির মাধ্যমে সাধারণ যাত্রীরা সহজে টিকিট কাটতে পারেন।

