মন্ত্রী বিকাশ দেববর্মার মন্তব্য নিয়ে তীব্র বিতর্ক, বরখাস্তের দাবিতে সরব বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর:
বিজেপির জনজাতি মোর্চার এক সভা থেকে মন্ত্রী বিকাশ দেববর্মার করা আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রবিবার ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মার অবিলম্বে বরখাস্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, তিপরা মথা দলের বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা এমন ভাষা প্রয়োগ করেছেন, যা কোনোভাবেই একজন মন্ত্রী বা ভদ্রলোকের ভাষা হতে পারে না। তিনি বলেন, তিপরা মথা যদি কোনো অগণতান্ত্রিক কার্যকলাপে যুক্ত থেকেও থাকে, সে ক্ষেত্রে আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো যেত। কিন্তু সরকারের তরফে তা না করে প্রকাশ্যে হুমকিমূলক ও হিংসাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে।

বিরোধী দলনেতার বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী, দুই মন্ত্রী, প্রদেশ সভাপতি ও একজন সাংসদের উপস্থিতিতে মঞ্চ থেকে এ ধরনের বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি অভিযোগ করেন, মন্ত্রীর বক্তব্যে সরকারের জনমুখী কাজকর্ম নিয়ে কোনো আলোচনা ছিল না। বরং “দেখে নেওয়া হবে”, “প্রতিশোধ নেওয়া হবে”, “ছাই করে দেওয়া হবে”—এ ধরনের শব্দচয়নের পাশাপাশি অঙ্গভঙ্গি সহ “পোল্ট্রি মোরগের মতো ছিঁড়ে ফেলা হবে” বলার মতো মন্তব্য করা হয়েছে, যা চরমভাবে নিন্দনীয়।

জিতেন্দ্র চৌধুরী জানান, এই মন্তব্যের বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নজরে আনা হয়েছে এবং দাবি করা হয়েছে যাতে এক মুহূর্তও মন্ত্রী বিকাশ দেববর্মাকে মন্ত্রিসভায় রাখা না হয়। তাঁর মতে, এটি শুধু নিন্দার বিষয় নয়, বরং প্রচলিত আইন অনুযায়ী অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সভাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের উচিত ছিল নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে আইনি পদক্ষেপ নেওয়া। অন্যথায় আইন ভাঙার প্রবণতা আরও বেড়ে যায়। মুখ্যমন্ত্রী যদি এই বিষয়ে পদক্ষেপ না নেন, তবে সেটিও অপরাধের সামিল বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।

Leave a Reply