কমিউনিস্টরা ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে না:  সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৪ ডিসেম্বর: কমিউনিস্টরা কখনোই ভারতের ভবিষ্যৎ নির্মাণ করতে সক্ষম নয়—এমনই কড়া মন্তব্য করলেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার মোহনপুরে অনুষ্ঠিত বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “মাওবাদ আর পলিটব্যুরোই কমিউনিস্টদের আসল চেহারা। এই কারণেই বিজেপি শুরু থেকেই বামেদের বিরোধিতা করে আসছে।”
সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন, কমিউনিস্টরা সবসময় কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে এসেছে, কিন্তু সাধারণ মানুষের উন্নয়নে তাদের কোনো উল্লেখযোগ্য অবদান নেই। জনগণের কাছে বামেদের কোনো গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের সম্মেলনে উপস্থিত পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি তাঁদের উজ্জীবিত করেন এবং নিজের গ্রাম ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। নিজের এলাকার বৈশিষ্ট্য ও শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করার পরামর্শ দেন তিনি। জনগণের সেবায় নিজেদের শক্তিকে চিহ্নিত করে সেই শক্তিকেই হাতিয়ার করার আহ্বান জানান সাংসদ।

অনুষ্ঠানে বর্তমান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার ভূয়সী প্রশংসা করেন বিপ্লব কুমার দেব। তিনি মুখ্যমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গি ও সাধারণ মানুষের সেবায় সর্বদা ঝাঁপিয়ে পড়ার মানসিকতার প্রশংসা করেন। পাশাপাশি, মন্ত্রী রতনলাল নাথকে ‘চাণক্য’-এর সঙ্গে তুলনা করে রাজ্য রাজনীতি ও শাসক দলের সাংগঠনিক বিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন সাংসদ।
এই সম্মেলনকে ঘিরে বিজেপির সাংগঠনিক স্তরে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Leave a Reply