আগরতলা, ১৩ ডিসেম্বর : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি এলাকার বাসিন্দা প্লাবন ভৌমিকের কন্যা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুপ্রিতা ভৌমিকের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, সুপ্রিতার চিকিৎসার জন্য প্রয়োজনীয় তহবিলের আবেদন তিনি প্রধানমন্ত্রীকে পাঠিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই অনুদান মঞ্জুর করা হয়। সাংসদ উল্লেখ করেন, এর আগেও উন্নত চিকিৎসার জন্য যে সকল অনুদান আবেদন পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় প্রত্যেকটিকেই আন্তরিক দৃষ্টিতে মঞ্জুরি দিয়েছেন।
বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সুপ্রিতার দ্রুত সুস্থতার জন্য কামনা করেন।

