শক্তি সংরক্ষণ দিবসে ত্রিপুরায় ইভি চার্জিং ও বিদ্যুৎ ব্যবস্থার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার

আগরতলা, ১৩ ডিসেম্বর : শক্তি সংরক্ষণ দিবস উপলক্ষে ত্রিপুরায় বৈদ্যুতিক যান বা ইলেকট্রিক্যাল ভেহিকেল ব্যবস্থার ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের মিলনায়তনে।

দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (ইন্ডিয়া), ত্রিপুরা স্টেট সেন্টারের উদ্যোগে এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর সহযোগিতায় ” ইভি চার্জিং ডিসকম পার পার্সপেক্টিভ ” শীর্ষক এই সেমিনারটি আয়োজিত হয় শুক্রবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া ত্রিপুরা স্টেট সেন্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরমানন্দ সরকার ব্যানার্জি।

স্বাগত ভাষণে তিনি বলেন, ভারতের ইভি ইকোসিস্টেম দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে বিদ্যুৎ ব্যবস্থা ও বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির ভূমিকা। তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, ই-মোবিলিটি শুধু পরিবহণ ব্যবস্থার সংস্কার নয়, বরং গ্রিডের স্থিতিশীলতা বাড়ানো, স্মার্ট প্রযুক্তি গ্রহণ এবং টেকসই শক্তি ব্যবস্থাকে শক্তিশালী করার এক বড় সুযোগ।

অনুষ্ঠানে অতিথি সম্মানীয় হিসেবে মূল বক্তব্য রাখেন টিএসইসিএলের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বসু। তথ্য ও পরিসংখ্যানের ভিত্তিতে তিনি ত্রিপুরা ও সারা ভারতে ইভি গ্রহণের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি জানান, আগামী দিনে চার্জিং অবকাঠামোর চাহিদা দ্রুত বাড়বে এবং সেই সঙ্গে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির সামনে নতুন অপারেশনাল চ্যালেঞ্জও আসবে। নীতি কাঠামো, নিয়ন্ত্রক বিধান এবং সরকারি প্রণোদনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, জাতীয় লক্ষ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই টিএসইসিএল ইভি ব্যবস্থার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এরপর একটি বিশদ প্রযুক্তিগত উপস্থাপনা করেন এনআইটি আগরতলার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর (ড.) প্রিয়নাথ দাস। “রেডিয়াল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে ইভি চার্জিং স্টেশন স্থাপনের প্রভাব” বিষয়ক আলোচনায় তিনি ভোল্টেজ স্থিতিশীলতা, নেটওয়ার্ক লোডিং এবং চার্জার বসানোর উপযুক্ত স্থান নির্বাচন নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন। তাঁর প্রস্তাবিত ইভি এলোকেশন ইনডেক্স ভিত্তিক সমাধান ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিশা দেখাবে বলে মত দেন বিশেষজ্ঞরা।
টিএসইসিএলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার প্রদীপ সূত্রধর ইভি চার্জিংয়ের ফলে বিদ্যুৎ চাহিদার ধরন, ফিডার ডিজাইন এবং লোড ম্যানেজমেন্টে কী প্রভাব পড়ে, তা সহজ ভাষায় ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্যে ইঞ্জিনিয়ার ও নীতিনির্ধারকদের জন্য বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি উঠে আসে। এছাড়াও টিএসইসিএলের জেনারেল ম্যানেজার (কারিগরি) স্বপন দেববর্মা আগরতলায় চলমান ইভি সংক্রান্ত প্রকল্প ও উদ্যোগের অগ্রগতি তুলে ধরেন। সরকারি দপ্তরগুলির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কীভাবে কাজ এগোচ্ছে, তার বাস্তব চিত্র তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে টিএসইসিএলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার মিতা সাহা ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এই সেমিনারে উঠে আসা মতামত ও বিশ্লেষণ ত্রিপুরার টেকসই শক্তি ও ইভি ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে। সামগ্রিকভাবে, এই সেমিনার রাজ্যে সবুজ শক্তি ও বিদ্যুৎচালিত পরিবহণ ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারকে আরও দৃঢ় করল।

Leave a Reply