ইউনিটি প্রমো ফেস্টের শেষ পর্বের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর:
ইউনিটি প্রমো ফেস্ট ২০২৫ এর সমাপ্তি অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠিত হবে বিবেকানন্দ ময়দানে । বিশিষ্ট গায়ক জুবিন নটিয়ালের আগমনকে কেন্দ্র করে বিবেকানন্দ ময়দানে বিশাল সংগীত অনুষ্ঠানের  আয়োজন করা হয়েছে। আজ এই আয়োজন খতিয়ে দেখতে এলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ,সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা।

আগামীকাল ১২ ডিসেম্বর বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে ইউনিটি প্রমো ফেস্ট। শেষ পর্যায়ের জমকালো অনুষ্ঠানে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকছেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার জুবিন নটিয়াল। এছাড়া থাকছেন ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলী। তাদের আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে ইতিমধ্যেই উৎসাহ ও উন্মাদনা চোখে পড়ার মতো।

বহু প্রতীক্ষিত এই শো-তে হাজারো হাজারো দর্শকের ভিড় জমার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই পাস সংগ্রহের জন্য ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। জুবিন নটিয়ালের সরাসরি পারফরম্যান্স উপভোগ করতে আগ্রহী নানা বয়সের মানুষ।  উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে  গোটা রাজ্যজুড়ে।

স্বামী বিবেকানন্দ ময়দানে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন। স্টেজ সেটআপ, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ম্যানেজমেন্টসহ সবকিছু তদারকি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজেও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন স্বামী বিবেকানন্দ ময়দানে। পাশাপাশি তিনি পর্যটন দপ্তর দ্বারা ৫ বিতরণস্থলেও পৌঁছান। সেখানে গিয়ে পাসের জন্য দাঁড়িয়ে থাকা যুবক-যুবতীদের সঙ্গে কথা বলেন। ইউনিটি প্রমো ফেস্টের এটাই হবে চূড়ান্ত ও সবচেয়ে আকর্ষণীয় পর্ব। 

জুবিন নটিয়াল জনপ্রিয় বলিউড ও হিট গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলবেন বলে আশা করা হচ্ছে। শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে দিনটি এক বিশেষ সন্ধ্যার সাক্ষী হতে চলেছে। রাজ্যের বিভিন্ন স্থান থেকে সাংস্কৃতিক প্রিয় মানুষজন ছুটে আসছেন রাজধানী আগরতলা শহরে।

Leave a Reply