রাজ্যসভার নির্বাচন সংস্কারের উপর আলোচনা শুরু, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর: রাজ্যসভায় নির্বাচন সংস্কারের উপর আলোচনা শুরু হয়েছে। আলোচনা শুরু করার সময় কংগ্রেস সংসদ সদস্য অজয় মাকান অভিযোগ করেন যে নির্বাচন কমিশন ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করছে না। তিনি বলেন, ভারত গণতন্ত্রের জন্মস্থল এবং নির্বাচন কমিশনকে তার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করতে হবে। তিনি সতর্ক করে বলেন, বিশ্বাসযোগ্যতা হারালে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়তে পারে।

আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে বিজেপি নেতা সুদর্শনু ত্রিবেদী বলেন, কংগ্রেসের শাসনকালে কখনও নির্বাচন সংস্কারের উপর গুরুত্ব দেয়া হয়নি। তিনি বলেন, কংগ্রেস এটা বুঝতে পারছে না যে ভোট সম্পূর্ণ সম্পর্ক এবং বিশ্বাসের উপর নির্ভর করে।

শ্রী ত্রিবেদী আরও বলেন, ভারত একমাত্র এমন দেশ যেখানে জীবন্ত গণতন্ত্র বিদ্যমান। ইভিএম নিয়ে কংগ্রেসের দাবিগুলির উপর প্রশ্ন তুলে তিনি বলেন, ইভিএম রাজীব গান্ধীর শাসনকালে চালু করা হয়েছিল।

Leave a Reply