মোহনপুর বিধানসভায় আবারও গাঁজা বিরোধী অভিযান, ধ্বংস ২৫ হাজার গাছ

আগরতলা, ১১ ডিসেম্বর :সিধাই থানাধীন মোহনপুর বিধানসভা এলাকায় প্রতিদিনই চলছে গাঁজা বাগান ধ্বংসের অভিযান। সেই ধারাবাহিকতায় আজও পুলিশ গাঁজা বিরোধী তৎপরতা চালায় জগৎপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় মোট ২৭টি প্লট জুড়ে বিস্তৃত গাঁজা চাষের খোঁজ পাওয়া যায়। আজকের অভিযানে এসব প্লটে থাকা প্রায় ২৫ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

পুলিশের দাবি, মাদকদ্রব্য নির্মূল অভিযান অব্যাহত থাকবে এবং এলাকার গাঁজা চাষ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ব্যবস্থা কঠোর করা হবে।

Leave a Reply