লামডিং রেল স্টেশন থেকে নিখোঁজ কৈলাসহরের এক ব্যক্তি

কৈলাসহর, ১১ ডিসেম্বর: নারায়ন দাস নামে কৈলাসহর পুরপরিষদের অধীনে বাধেরপার ১৪ নং ওয়ার্ড এলাকার এক ব্যক্তি লামডিং রেলস্টেশন থেকে নিখোঁজ হয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায় নারায়ন দাস নামে ওই ব্যক্তি বিগত কিছুদিন পূর্বে উনার পরিবারের লোকেদের নিয়ে গুহাটিতে বেড়াতে গিয়েছিলেন, গতকাল ট্রেনে করে উনারা বাড়িতে ফিরছিলেন।

কিন্তু লামডিং রেল স্টেশন আসার পর হঠাৎ করে তিনি ট্রেন থেকে নেমে যান এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করার পরও উনার কোন হদিস পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা যায়, উনার সাথে কোন মোবাইল নেই। এরপর হতাশ হয়ে উনার পরিবারের লোকেরা বাড়িতে চলে আসেন উক্ত বিষয় নিয়ে কৈলাসহর থানায় গিয়ে দারস্ত হয় নারায়ন দাসের স্ত্রী ভাবনা দাস এবং উনার ছেলে দয়াময় দাস।

কৈলাসহর থানার পুলিশ তাদেরকে নির্দেশ দেয় লামডিং থানাতে গিয়ে যোগাযোগ করার জন্য। নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পেতে উনারা লামডিং থানায় যাবেন বলে জানা যায়। বর্তমানে উনাকে খুঁজে না পেয়ে একপ্রকার ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা।

Leave a Reply