সাব্রুমের ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন গ্রাম পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ১০ ডিসেম্বর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি ব্লকের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কয়েকটি গ্রাম পরিদর্শন করেন। রাজ্যপাল প্রথমেই পোয়াংবাড়ি ব্লকের সুভাষনগর পঞ্চায়েতের কাটবাইস্যা এডভেঞ্চার পার্ক পরিদর্শন করেন। এখানে তিনি বেশ কয়েকজন পানচাষি, ধানচাষি, প্রাণীপালক, হাঁস-মোরগ পালকদের সঙ্গে কথা বলেন। এরপর রাজ্যপাল শ্রীনগর বর্ডার হাট পরিদর্শন করেন। রাজ্যপাল বর্ডার হাটস্থিত জিরো পয়েন্টও পরিদর্শন করেন। সেখান থেকে তিনি শ্রীনগর বিওপি পরিদর্শন করেন। এই বিওপিতে রাজ্যপাল সীমান্তরক্ষী বাহিনীর সামরিক অস্ত্র প্রদর্শনী প্রত্যক্ষ করেন। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলেন। সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

এরপর রাজ্যপাল পশ্চিম টাক্কাতুলসী ভিলেজ কার্যালয় পরিদর্শন করে ভিলেজের নানা উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে খোঁজ নেন। প্রত্যেকটি এলাকা পরিদর্শনকালে রাজ্যপাল স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে সীমান্ত এলাকার মানুষের কতটা আর্থসামাজিক মান উন্নয়ন হয়েছে সে সম্পর্কে খোঁজ খবর নেন। সীমান্ত এলাকার গ্রামগুলি যাতে শক্তিশালী হয়, শহরের মানুষের মতো সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং কুটির শিল্প, প্রাণীপালন ও কৃষি ব্যবস্থার মাধ্যমে আর্থিক উন্নয়ন ঘটে সে বিষয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু গুরুত্বারোপ করেন। রাজ্যপালের সফরের সময় উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মনিবালা বৈদ্য, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহ: সাজ্জাদ পি, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার মৌর্যকৃষ্ণ, লোক ভবনের যুগ্ম সচিব জয়ন্ত ভট্টাচার্য, বিএসএফের ১২১ ব্যাটেলিয়নের কমান্ডেন্ট সুনীল কুমার মিশ্র এবং অন্যান্য সরকারি আধিকারিকগণ।

Leave a Reply