জগৎপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষকের বসতঘর ভস্মীভূত

আগরতলা, ১০ ডিসেম্বর: ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের জগৎপুর পঞ্চায়েতের অন্তর্গত মতাই কৃষ্ণপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল কৃষক সাধন মজুমদারের বসতঘর। গতকাল রাতের এই দুর্ঘটনায় ঘরের সমস্ত আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। তাদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় আশপাশের বাড়িঘর।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনার সময় পরিবারে কেউ হতাহত না হলেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক সাধন মজুমদার। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply