আগরতলা, ১০ ডিসেম্বর : মেলাঘর থানার উদ্যোগে ও দক্ষিণ তৈবান্দল ফাঁড়ির তৎপরতায় ধনমুড়া কুয়াইখেতে বৃহৎ মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। রবিবার সকাল থেকে বিশাল টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশ গাঁজার চাষাবাদ এলাকায় প্রবেশ করে এবং মোট ১৪টি প্লটে প্রায় ১ লাখ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে।
থানার সূত্রে জানা যায়, জানুয়ারির মাঝামাঝি সময়ে গাঁজা চাষিরা বিপুল পরিমাণ মাদক ঘরে তোলার পরিকল্পনা করেছিল। তবে প্রশাসনের সক্রিয় নজরদারি ও পূর্ব-তথ্যের ভিত্তিতে আগেভাগেই অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস একান্ত সাক্ষাৎকারে জানান, চাষিরা প্রশাসনের গতিপ্রকৃতি ব্যাহত করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করলেও পুলিশ-টিএসআর বাহিনীর শক্তিশালী উপস্থিতি দেখে তারা পিছু হটতে বাধ্য হয়।
ফলে কোনোরকম বাধাবিপত্তি ছাড়াই পুরো গাঁজা নষ্ট করে এলাকাটি সুরক্ষিত অবস্থায় ফিরে আসে পুলিশ বাহিনী। ওসি জয়ন্ত দাস আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

