আগরতলা, ৯ ডিসেম্বর : আমবাসা চান্দ্রাইছড়া রেল কোয়ার্টার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই যুবকের কাছ থেকে প্রায় দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সন্দেহভাজনভাবে দুই যুবক ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ আধিকারিক জানান, এলাকায় মাদক চক্রের গতিবিধি নজরে রাখা হয়েছে এবং ভবিষ্যতে আরও অভিযান পরিচালনা করা হবে।

