২০২৬ সালে এডিসি থেকে তিপরা মথার বিদায় নিশ্চিত, দাবি বিপিন দেববর্মার

আগরতলা, ৯ ডিসেম্বর : ২০২৬ সালে এডিসি থেকে মথার বিদায় নিশ্চিত। এই কারণেই বিজেপির উপর হামলা হচ্ছে। এটাই প্রমাণ করে মথা দুর্বল হয়ে পড়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জোরালো দাবি তুললেন বিজেপি জনজাতি মোর্চার নেতা ও বিজেপির রাজ্য সম্পাদক বিপিন দেববর্মা।

সাংবাদিক সম্মেলনে বিপিন দেববর্মা আরও ঘোষণা করেন যে, আগামী ১৩ ডিসেম্বর আগরতলার রবীন্দ্র ভবনের সামনে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে একটি মেগা যোগদান সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন জেলা থেকে বহু জনজাতিরা বিজেপিতে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ওই প্রায় রাজ্যের সমস্ত জেলার থেকে ৫ হাজারের ও বেশি জনজাতিরা যোগদান করবেন। তিনি জানান, এই যোগদান সমাবেশ প্রমাণ করবে যে জনজাতি সমাজ এখন বিকল্প শক্তি হিসেবে বিজেপিকেই এগিয়ে রাখছে।

এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গন্ডামি রাজ্যে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। তাঁদের কর্মীরা প্রতিনিয়ত বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছেন। তাতেই তিপরা মথার জনপ্রিয়তা দ্রুত কমে যাচ্ছে এবং দলটি নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে না পেরে হামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে বিজেপি এসব হামলাকে ভয় পায় না এবং গণতান্ত্রিক পথে লড়াই চালিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Reply