সতনা, ৯ ডিসেম্বর : মাদক চোরাচালানের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে মধ্যপ্রদেশের সতনা জনপদে গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রতিমন্ত্রী প্রতিমা বাগরীর ভাই অনিল বাগরীকে। তার সঙ্গে আরও এক অভিযুক্ত পঙ্কজ সিংহকেও আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৬ কেজি গাঁজা, যার বাজার মূল্য প্রায় ৯.২২ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, পঙ্কজের সতনা জেলার মারৌনহা গ্রামের বাড়িতে চালের বস্তার নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল মোট ৪৮ প্যাকেট গাঁজা। পঙ্কজ সিংহকে জিজ্ঞাসাবাদের পর জানা যায়, এই মাদক সরবরাহ করেছিলেন অনিল বাগরী এবং পলাতক অভিযুক্ত শৈলেন্দ্র সিংহ রাজাওয়াত। মাদক পরিবহণে ব্যবহৃত গাড়িটিও শৈলেন্দ্রের বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে মাত্র কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের বাঁদায় মন্ত্রী প্রতিমা বাগরীর ভাশুর শৈলেন্দ্র সিংহ ১০.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার হন। তিনি ইতোমধ্যেই আরেকটি এনডিপিএস মামলায় জেলবন্দি এবং সতনা জেলায় প্রায় ৫.৫ কোটি টাকার কফ সিরাপ পাচার চক্রের সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
একদিকে ভাই, অন্যদিকে ভাশুর—দুই আত্মীয়ের পরপর মাদকযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। খাজুরাহোতে এক পর্যালোচনা সভায় সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে প্রতিমন্ত্রী প্রতিমা বাগরী ক্ষুব্ধ হয়ে বলেন—“তোমরা অপ্রয়োজনীয় কথা বলছো কেন?” এই মন্তব্যের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
বিরোধী কংগ্রেস এই ভিডিও ছড়িয়ে তীব্র আক্রমণ শানিয়ে লিখেছে—“দেখুন মন্ত্রী সাহেবার রাগ! আত্মীয়রা প্রকাশ্যে মাদক পাচারে ধরা পড়ছে। মুখ্যমন্ত্রী বলুন, রাজ্যকে আর কত গভীরে নামাবেন?”
এদিকে সতনা পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার সকালে পাঙ্কজ সিংহের বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত গাঁজার পাশাপাশি এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার দুই অভিযুক্তকে ১২ দিনের বিচারাধীন হেফাজতে পাঠানো হয়েছে।
_____

