ইন্ডিগো বিপর্যয় দ্রুত স্বাভাবিকের পথে, কঠোর ব্যবস্থা নিশ্চিত করবে কেন্দ্র: বিমান মন্ত্রী নাইডু

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : কেন্দ্রীয় বিমান চলাচল মন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছেন যে ইন্ডিগোর সাম্প্রতিক পরিচালনাগত ব্যর্থতার ফলে সৃষ্টি হওয়া বিপর্যয় দ্রুত স্বাভাবিক হচ্ছে। লোকসভায় তিনি স্পষ্ট করে বলেন, সরকারের লক্ষ্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য বিমান পরিবহন ব্যবস্থা গড়ে তোলা, এবং এই ক্ষেত্রে কোনও ধরনের ব্যর্থতাকে বরদাস্ত করা হবে না। ইন্ডিগোর চলমান সংকট নিয়ে তিনি জানান, সংস্থাকে সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনা হয়েছে। ইতিমধ্যেই ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কোম্পানিকে নোটিস পাঠিয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী নাইডু আরও জোর দিয়ে বলেন, যত বড় বিমান সংস্থা হোক না কেন, পরিকল্পনার ত্রুটি বা নিয়ম লঙ্ঘনের কারণে যাত্রীরা যেন কোনওভাবেই দুর্ভোগে না পড়েন, তা নিশ্চিত করা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকার সজাগ নজরদারি বজায় রাখবে। তিনি জানান, যাত্রীদের সুবিধা ও সম্মান রক্ষায় সব ধরনের প্রচেষ্টা চলছে এবং বিমান চলাচল ক্ষেত্রকে আরও যাত্রীবান্ধব করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, যাত্রী নিরাপত্তা নিয়ে কোনও আপস করা যাবে না। অভ্যন্তরীণ রোস্টারিং–এর সমস্যাকে তিনি এই সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও জানান, যাত্রীদের ইতিমধ্যেই ৭৫০ কোটি টাকারও বেশি ফেরত দেওয়া হয়েছে এবং অতিরিক্ত কোনও চার্জ ছাড়াই পুনরায় বুকিং সম্পন্ন করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলি আলোচনার দাবি জানিয়ে পরে ওয়াকআউট করে।

রাম মোহন নাইডু আরও বলেন, পাইলটদের ক্লান্তি কমাতে বৈজ্ঞানিকভাবে নির্ধারিত পরিমার্জিত ফ্লাইট ডিউটি টাইম লিমিট প্রয়োগ করা হচ্ছে। যাত্রী নিরাপত্তার স্বার্থে এই সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডিজিসিএ সব পক্ষের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিগো এই সব মানদণ্ড মেনে চলার আশ্বাস দিলেও অভ্যন্তরীণ রোস্টারিং বিশৃঙ্খলার কারণে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হয়, যার ফলে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। তিনি জানান, কোম্পানিকে দ্রুত স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply