আগরতলা, ৯ ডিসেম্বর: কাঁঠালিয়া ব্লকের দক্ষিণ মহেশপুর ৪ নং ওয়ার্ডে রহস্যজনক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক অসহায় পরিবারের খড়ের কুঞ্জ। নদীর পাড়ের সরকারি জমিতে নির্মাণ করা ওই অস্থায়ী খড়ের কুঞ্জ হারিয়ে এখন নিঃস্ব হয়ে দাঁড়িয়েছে পরিবারটি। গবাদি পশু পালনের মধ্য দিয়েই সংসার প্রতিপালন করেন পরিবারটি বলে জানিয়েছেন পরিবারের কর্তা।
পরিবারের কর্তা জানান, জমি-জমা না থাকায় বাধ্য হয়েই তিনি নদীর চরে খড়ের কুঞ্জ তৈরি করেছিলেন। কিন্তু গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে তারা ছুটে এসে দেখেন, খড়ের কুঞ্জ দাউ দাউ করে পুড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং সবকিছু মাটির সঙ্গে মিশে যায়।
কে বা কারা এই আগুন লাগানোর সঙ্গে জড়িত, তা এখনো পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই অগ্নিসংযোগ ঘটানো হতে পারে। ঘটনার পর এলাকাজুড়ে চরম অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।
অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সমস্ত খড় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।।

