প্রদেশ কংগ্রেস ভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের প্রয়াণ দিবস পালিত

আগরতলা, ৯ ডিসেম্বর : আজ প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শচীন্দ্রলাল সিংহের মহাপ্রয়ান দিবস পালন করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ দলের অন্যান্য কর্মীবৃন্দ।

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্র লাল সিংহ। আজ রাজধানীর প্রদেশ কংগ্রেস ভবনের সামনে তাঁর ২৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। উপস্থিত সকলে শচীন্দ্র লাল সিংহের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আশীষ কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সকলের প্রায় শচীন দা ওরফে শচীন্দ্র লাল সিংহের ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি জনগণের জন্য আজীবন স্বার্থহীনভাবে কাজ করে গেছেন। তাই তিনি আজকের দিনেও প্রাসঙ্গিক বলে অভিমত ব্যক্ত করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply