নয়াদিল্লি, ৯ ডিসেম্বর : কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বামপন্থী উগ্রবাদকে এক মুহূর্তের জন্যও সহ্য করা হবে না এবং আগামী বছরের মার্চের মধ্যেই এই সমস্যাকে দেশের মানচিত্র থেকে মুছে ফেলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লোকসভায় প্রশ্নোত্তর পর্বে পরিপূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই তথ্য জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বামপন্থী উগ্রবাদ কখনোই দেশের সংবিধান বা গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি উল্লেখ করেন, উগ্রবাদীরা হাজারো নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছে এবং অগণিত শিশুকে অনাথ করেছে। ১৯৬৭ সালে এই সমস্যার সূচনা হলেও সেসময় থেকে বিভিন্ন সরকারের অবহেলার কারণে এটি কখনোই সম্পূর্ণ নির্মূল করা যায়নি বলে তিনি মন্তব্য করেন। পূর্বতন সরকারগুলোর সময় এই সমস্যাকে শুধুমাত্র “রাজ্য-স্তরের” ইস্যু হিসেবে দেখা হয়েছিল, ফলে কঠোর কেন্দ্রীয় নীতি গঠন করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নীতির অংশ হিসেবে রাজ্যগুলোকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একাধিক ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত ব্যয় পরিকল্পনার আওতায় ৩ হাজার ৫২৩ কোটি টাকা এবং বিশেষ কেন্দ্রীয় সহায়তার অধীনে আরও ৩ হাজার ৮৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
তিনি জানান, উন্নত প্রশিক্ষণ সুবিধাসহ মোট ৭০৬টি থানার স্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার ৮১৫ কোটি টাকার প্রকল্পে ১৭ হাজার কিলোমিটারেরও বেশি সড়ক নির্মাণ চলছে, যার ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এলাকার যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে ১০ হাজারের বেশি মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে।
নিত্যানন্দ রায় আরও জানান, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে যেখানে ১৬ হাজারের বেশি বামপন্থী সহিংসতার ঘটনা ঘটেছিল, সেখানে গত দশ বছরে তা কমে প্রায় ৭ হাজারে নেমে এসেছে। এ সময়ে সাধারণ নাগরিকের প্রাণহানিও ৭০ শতাংশ কমেছে বলে তিনি তথ্য উপস্থাপন করেন।
______

