ব্রিটিশ শাসনের ২০০ বছরের ইতিহাস, সংঘর্ষ বলিদানকে এক কথায় ব্যক্ত করে বন্দেমাতরম: সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ৮ ডিসেম্বর: ব্রিটিশ শাসনের ২০০ বছরের ইতিহাস, সংঘর্ষ বলিদানকে এক কথায় ব্যক্ত করে বন্দেমাতরম। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে লোকসভায় আয়োজিত বিশেষ আলোচনায় অংশগ্রহণ করে একথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব।

তিনি বলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম এই বন্দেমাতরম উচ্চারণ করেছিলেন। পরে রবীন্দ্রনাথ ঠাকুর একে আরো সুন্দর রূপ দেন। ভারতে ২০২০০ বছরের ব্রিটিশের শাসনকাল, ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের সংঘর্ষ, তাদের আত্ম বলিদান সবকিছুকেই এক কথায় এই বন্দেমাতারম ব্যাখ্যা করে।

বন্দেমাতরম এর দেড়শ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিপ্লব কুমার দেব। তাঁর কথায়, নবপ্রজন্মকে ছাত্র-ছাত্রীদের বন্দেমাতারম সহ দেশের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে জানতে হবে। এআই বর্তমানে প্রয়োজনীয়, তবে ইতিহাস জানার গুরুত্বও ঠিক ততটাই। তাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভারতীয়দের ভেতর আরো বেশি মাত্রায় প্রচার করার আহ্বান জানান তিনি।

সাংসদ বিপ্লব কুমার দেব আরো বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ স্বাধীনতা সংগ্রামীদের যোগ্য সম্মানটুকু দেওয়া হয়নি। ত্রিপুরাতে বিধানসভা ভবনে কখনো জনগণমনও অথবা বন্দেমাতরম গাওয়া হতো না। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন পর থেকেই জনগণমন দিয়ে বিধানসভা শুরু এবং বন্দেমাতরম দিয়ে কার্যক্রম শেষ করার প্রথা চালু করেছেন। একইভাবে তৃণমূল সরকার কেউ কটাক্ষ করেন তিনি।

তাঁর কথায়, তৃণমূল দাবি করেছে সব থেকে বেশি স্বাধীনতার সংগ্রামে আত্মবলিদান দিয়েছেন বাংলার স্বাধীনতা সংগ্রামীরা। তবে কেন বাংলায় এখনো পর্যন্ত কোনো মুনি, ঋষি, স্বাধীনতা সংগ্রামীদের আবক্ষ মূর্তি তৈরি করা হয়নি। কেন সরদার বল্লভ ভাই প্যাটেলের মত বাংলাতেও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি হলোনা, সেই প্রশ্ন তোলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি প্রধানমন্ত্রীকে আহ্বান জানান বাংলায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করার জন্য।

Leave a Reply