চড়িলামে বিজেপির সভায় দুষ্কৃতীদের হামলা, ভাঙচুরে চাঞ্চল্য

আগরতলা, ৮ ডিসেম্বর: চড়িলামে বিজেপির কর্মসূচিতে দুষ্কৃতীদের হামলার ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সোমবার বিকেলে অনুষ্ঠিত বিজেপির একটি সভাস্থলে হঠাৎই দুষ্কৃতীরা হামলা চালিয়ে ফ্ল্যাগ, ফেস্টুন, টেবিল ও চেয়ার ভাঙচুর করে তছনছ করে দেয়। ঘটনাস্থলে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হলে কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন।

রাজনৈতিক মহলের দাবি, বিরোধী দল সিপিএম বা কংগ্রেস অনুমতি নিয়ে কর্মসূচি করলে সেখানে দুষ্কৃতীদের হামলা-হুজ্জতি নতুন নয়। এরই ধারাবাহিকতায় গতকালই আগরতলা-৬ আসনের নোয়াগাঁও এলাকায় কংগ্রেসের কর্মী সম্মেলনে হামলার অভিযোগ উঠেছিল। তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপির সভায় হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানান প্রশ্ন উঠছে।

যদিও হামলার পেছনে কোন মহল জড়িত তা এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় সূত্রের দাবিতে রাজনৈতিক মহলে জল্পনা চলছে—সরকারের শরিক দল মথা-র কিছু কর্মী এই ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া এখনো মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রশাসন পরিস্থিতি নজরে রাখছে বলে জানা গেছে।

Leave a Reply